Wednesday, April 6, 2016

স্বচক্ষে_স্বর্গ_দেখি‬

মৃত্যুর পর স্বর্গ-নরক এ যাওয়ার কথা ভাবি। কিন্তু স্বর্গ-নরক এর অবস্থান কোথায়? সেটাই আমরা জানি না। মূলত স্বর্গ-নরক এই মানুষের মাঝেই বিদ্যমান। স্রষ্টা তাঁর সুক্ষ কৌশলে আমাদের এই ধরার মাঝেই দিচ্ছেন ‪পূন্যের‬ বিনিময়ে ‪স্বর্গীয়‬ সুখ এবং ‪পাপের‬ বিনিময়ে ‪নরকের‬ শাস্তি। তবে ‪অজ্ঞানীরা‬ তা বুঝতে পারে না। স্বর্গের ব্যাপারে যে ‪‎চারটি‬ ঝর্ণার কথা হয়েছে সেগুলো হল ‪কাউছার‬ বা অমৃত জল, ‪দুধ‬, ‪মদ‬ এবং ‪মধুর‬ ঝর্ণা। এগুলো সবই মানবের মাঝেই রয়েছে। কাউছার বা অমৃত জল হল মানুষের ‪বিবেক‬, দুধ হল ‪জ্ঞান‬, মদের ঝর্ণা হল ‪ঈশ্বর‬ প্রেমে মাতুয়ারা, আর মধু ঝর্ণা হল এই মানবের মাঝেই প্রভুর সেই ‪বিশ্বরূপ‬ দর্শন করা। ফল ফুল হল মানুষে মানুষে ‪প্রেম‬ ভালবাসা, যার কোনো শেষ নেই। যা বয়ে চলে অনন্ত কাল। যারা মানুষের ভালবাসা নিয়ে বেঁচে আছে, শুধু তারাই উপলব্ধি করে স্বর্গ সুখ। নরকের বর্ণনা দেওয়ার প্রয়োজন মনে করছি না,, কারন সবাই কোনো না কোনোভাবে নরকের আগুনে জ্বলছি আমরা। যারা মানুষের বাইরে আকাশের উপরে মৃত্যুর পর স্বর্গ খুঁজার কথা ভাবে,, তারাই ‪নির্বোধ‬। মানুষকে ভালবেসে স্বর্গ এখানে না তৈরি করতে পারলে,, মরার পর ঐখানে মানুষ নরক ব্যতিত কিছুই পাবে না। মানব প্রেমই স্বর্গের একমাত্র ভিত্তি।

No comments: